মুন্সীগঞ্জে ১২ বােতল দেশীয় চোলাই মদসহ আটক-২
প্রকাশ : 2022-01-26 13:44:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১২ বােতল দেশীয় চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টায় টংগীবাড়ী থানাধীন উত্তর বেতকা সাকিনস্থ বেতকা ব্রিজের ঢালে মনি সুপার মার্কেটের উদায়ন ফার্মেসী নামক দোকানের সামনে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো, পিতা-মৃত শাহজাহানের পুত্র মােঃ আসরাফ(৩৭) ও আঃ মান্নানের পুত্র মােঃ কাওসার সবুজ (৩০)।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি, আবুল কালাম আজাদ বলেন, মাদকদ্রব্য আইনে আসামীদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।