মুন্সীগঞ্জে মিরকাদিমে পৌরকর পরিশোধ না করায়  মোবাইল কোর্টের অভিযান  

প্রকাশ : 2023-06-21 12:20:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে মিরকাদিমে পৌরকর পরিশোধ না করায়  মোবাইল কোর্টের অভিযান  

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকাদিম পৌরসভায় দীর্ঘ দিনেও পৌরকর পরিশোধ না করায় পৌরকর আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান করা হয়েছে।

গতকাল দুপু‌রে মিরকাদিম পৌর এলাকার গোবিন্দ নগর, দরগাহ বাড়ি ও রিকাবী বাজারে দীর্ঘ সময় ধরে পৌরকর পরিশোধ না করায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করে পৌর গ্রাহকদের পৌরকর প্রদানে উদ্ধুদ্ধ করা হয়।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরকাদিম পৌরসভার সিইও মো. শামীম মিঞার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. শওকত আলী, পৌরসভার কর আদায়কারী মো. হানিফ মিয়া, সহকারী কর আদায়কারী মাহতাব মান্নান পুনম, ও সদর থানা পুলিশের একটি টিম এসময় যারা দীর্ঘ সময় ধরে পৌরকর দিচ্ছে না তাদেরকে সতর্ক করা হয়।

এছাড়াও বিভিন্ন জাগায় ট্রেড লাইন্সেন্স না থাকায় ৪ টি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।