মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে ‘ইসতিসকার নামাজ’ আদায়
প্রকাশ : 2024-04-25 14:21:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় মু্ন্সীগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন স্হানে ‘ইসতিসকার নামাজ’ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়ার
ইমামতিতে ও সকাল দশটার দিকে চর কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বৈশাখ মাসের ১২ তারিখ চলছে। এখন কালবৈশাখীর মৌসুম। কিন্তু, এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই। তীব্র গরমের কারণে নদী, খাল-বিল ও পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে গেছে অনেক। অগভীর নলকূপ ও সেচ পাম্পে পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ সময় দুই রাকাত ইস্তিসকা নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। নামাজ শেষে আল্লাহ্ তাআলার দরবারে কান্নাকাটি করে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।
সান