মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাসের ধাক্কা : নিহত ২, আহত ৫

প্রকাশ : 2023-11-17 16:47:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাসের ধাক্কা : নিহত ২, আহত ৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকে (আইল্যান্ড) সাথে ধাক্কা দিলে ২ জন নিহত  হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানা-পুলিশের এসআই মো. জামিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, মরদেহ দুটি শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জ জেলার মোকসেদ পুর উপজেলার জাহিদ হাসান (২৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪) পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখী (২৩)।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখী লেনে দোলা পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিভাজকে ধাক্কা দেয়। এতে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কা/আ