মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হত্যার অভিযোগ ‎ ‎

প্রকাশ : 2025-05-03 10:04:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হত্যার অভিযোগ  ‎  ‎

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি এলাকা হতে শটগানসহ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎গত ১ মে বৃহস্পতিবার রাত ৩‎টার দিকে সদর উপজেলার মাকহাটি তালতলা রাস্তার উপর হতে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।‎

‎নিহত সানা মাঝি (৪২) সদর উপজেলার মাকহাটি গ্রামের মৃত মোহাম্মদ মাঝির ছেলে।  এলাকায় রাজনৈতিক আধিপত্যের কারনে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হতে  নিহত তার বসবাস করে আসছিলেন।‎

‎জানাগেছে, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নিহত সানা মাঝিকে তার বর্তমান বাসস্থান  সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের ড্যাগ্রাপাড়া এলাকা থেকে নিহতের পরিচিত স্বাধীন নামের একটি ছেলে ডেকে নিয়ে যায় ।‎

‎পরবর্তীতে নিহতের  কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।  রাত ৯ টার দিকে মাকোহাটি গ্রামের বাবু মাঝির বাড়িতে ডাকাতি হচ্ছে মর্মে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে নিহতকে গণপিটুনী দিয়ে মেরে মধ্য মাকোহাটি তালগাছতলা রাস্তার উপর ফেলে রেখে দূর্বত্তরা ।

‎ এ সময় শরীরের সাথেই একনালা একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ বেধে রাখে। স্থানীয়ভাবে জানা যায় মধ্য মাকোহাটি মাঝিবাড়ির বাবু মাঝির পরিবারের সাথে সানা মাঝির পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল।‎খবর পেয়ে নিহতকে সেখান হতে উদ্ধার করে মুন্সীগঞ্জ  জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বেলা ১১ টার দিকে  বলেন, পূর্ব বিরোধের জের ধরে সানা মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই হবু মাঝি বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।‎

‎ এটি মূলত দুই পরিবারের মধ্যে দির্ঘদিনের বিরোধের কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে নিহতে পরিচিত স্বাধীন নামের ছেলে তাকে ডেকে বাড়ি থেকে নিয়ে যায় । পরে রাত ৯টা হতে ১০ টার মধ্যে নিহতকে মেরে এলাকার মাইকে ডাকাত ডাকাত বলে  ঘোসনা দিয়ে নিহতের মরদেহ রাস্তার উপর ফেলে যায়। নিহতকে যারা খুণ করেছে তারাই তার মরদেহের সাথে অস্ত্র ও কর্তুজ রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।