মুন্সীগঞ্জে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশ : 2024-12-11 15:18:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

মহান মুক্তিযোদ্ধের গৌরবগাঁথা ইতিহাসে মুন্সীগঞ্জে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।

১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পদ্মা-মেঘনা-ইছমতি-ধলেশ্বরী বিধৌত মুন্সীগঞ্জ জেলা।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টার দিকে শহরের কাচারীস্থ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করছে জেলাবাসী।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন আহমেদ, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ফুল দিয়ে স্মরণ করেন। 

পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে হানামুক্ত দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর। 

এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

সান