মুন্সীগঞ্জে জেলা প্রশাসক শিশু পার্কের বেহাল দশা, শিশুদের স্বাস্থ্য ঝুকি  

প্রকাশ : 2025-02-04 17:29:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে জেলা প্রশাসক শিশু পার্কের বেহাল দশা, শিশুদের স্বাস্থ্য ঝুকি   

সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে ধলেশ্বরী নদীরপাড়ে ১২ শতাংশ জমিতে ২০২৩ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার একমাত্র জেলা প্রশাসক শিশু পার্কের বেহাল দশা। সন্ধা নামলেই শিশু পার্কের ভেতরে বসে মাদক সেবনের আড্ডা। শিশুদের বিনোদনের জন্য তৈরি করা এই পার্কের নাজেহাল অবস্থার কারণে এখানে খেলতে আসা শিশুদের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বর্তমানে এখানে খেলতে আসা শিশুদের বিনোদনের চেয়ে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। শিশু পার্কের খেলনার সরঞ্জাম গুলো বেশির ভাগই অবস্থা ভাংগা ও নষ্ট। পুরো শিশু পার্কের বালির সাথে ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো। দোলনা দুইটি থাকার কথা থাকলেও একটি উধাও, আরেকটি যেটি আছে সেটার অবস্থাও করুণ। পার্কের জিরাফ ও বাঘের ভাষ্কর্যের অবস্থা আরো খারাপ। শিশু পার্কের ভেতরে এক কোণায় পুরোনো ভাংগা ঘরের সরঞ্জাম আরেক কোণায় কাঠ-বাশ রাখা হয়েছে। এছাড়াও বাইরে সামনে দেয়ালে সাথে বালু স্তুপ  করে ছোট ছোট গাড়ির মাধ্যমে বিক্রি করে আশপাশের কিছু বালু ব্যবসায়ী।  সরজমিনে গিয়ে দেখা যায়, পার্কের পেছনে গেইট সব সময় খোলা থাকার কারণে শিশুরা খেলাধুলা করার সময়ই পেছনের গেট দিয়ে আসা কিছু কিশোর ধূমপান করছে। আর সন্ধা নামার সাথেই সাথেই পার্কের ভিতরে বসে নানা বয়সের মানুষের মাদক সেবনের আড্ডা। অভিভাবকহীন এই শিশু পার্কের নির্মাণর পর থেকে এ পর্যন্ত তদারকি বা সংরক্ষণের জন্য কোন ধরনের পদক্ষেপ কিংবা কার্যক্রম গ্রহণ করেনি জেলা প্রশাসন কিংবা উপজেলা নির্বাহী অফিস। কোন কিছু তৈরি করে, সেটা সুন্দর ভাবে তত্বাবধানের মাধ্যমে পরিচালনা না করতে পারলে নামে মাত্র শিশু পার্ক রেখে লাভ কি?। এমন অভিবাবকহীন পার্ক শুধু মাত্র সরকারের টাকা অপচয় ব্যতিত আর কিছুই নয়। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মাহাবুবুর রহমান জানান, খুব শ্রীগ্রই পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণ করা হবে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী জানান, পার্কের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং সঠিক তদারকির মাধ্যমে শিশু পার্কটি তত্বাবধান করা হবে। 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সামনে ১২ শতাংশ জমির ওপর ২০২৩ সালে উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা প্রশাসক শিশুপার্ক নির্মাণ করা হয়। শিশুপার্ক নির্মাণ কাজটি পরিকল্পনায় ও বাস্তবায়ন করেন তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ। ২০২৩ সালের ১০ই আগস্ট শিশুপার্কটি উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন।

জেলা প্রশাসক শিশুপার্কের সুন্দর পরিবেশ সৃষ্টি ও বিনোদনের জন্য একটি আদর্শ শিশু পার্ক তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরঞ্জাম বাড়ানো ও কিছু সরঞ্জাম মেরামত ও যথাযর্থ পদক্ষেপ গ্রহন করবে এবং সারা বছর তত্ত্বাবধানের মাধমে শিশু পার্কটি সংরক্ষণের মাধ্যমে পার্কের বিনোদনের পরিবেশ বজায় রাখবে এমনটাই প্রত্যাশা।