মুন্সীগঞ্জে করোনা সংক্রমন বেড়েই চলছে, মৃতের সংখ্যা ৮০
প্রকাশ : 2021-08-01 20:49:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে ক্রমান্বয়ে করোনা সংক্রমন বেড়েই চলছে। সামাজিক দুরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় করোনা সংক্রমনের হটস্পটে পরিনত হতে যাচ্ছে রাজধানী ঢাকার কাছের জেলা মুন্সীগঞ্জ। জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আর করোনায় আক্রান্তদের মধ্যে রোববার পর্যন্ত মৃত্যুর মিছিলের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসন, তথ্য অফিস ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু সাধারণ জনগনকে সচেতন করে তুলতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে জানা গেছে, ২০৬ জন নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৩৯ জন, টঙ্গিবাড়ীতে ৫৫ জন, সিরাজদিখানে ৮ জন, লৌহজংয়ে ২ জন ও গজারিয়ায় ২ জন। সূত্র আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৭১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৭ হাজার ৪৬৯ জন, মৃতের সংখ্যা ৮০ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছে ৭১ হাজার ৪৪১ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছে ৩৭ হাজার ১৭৬ জন।