মুন্সীগঞ্জে আইনজীরী সমিতির সভাপতিসহ আওয়ামীলীগ ৩, সম্পাদকসহ বিএনপি ১১ পদে জয়ী
প্রকাশ : 2022-02-01 11:18:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী। সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. মাসুদ আলম। জেলা আইনজীরী সমিতির তিন পদে আওয়ামী লীগ সমর্থিত এবং সাধারণ সম্পাদকসহ ১১ পদে বিএনপি সমর্থিতরা বিজয়ী হয়েছেন। তবে সমাজকল্যাণ ও ধর্ম সম্পাদক পদে দুই জনই সমান ১৯৮ করে ভোট পেয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের অজয় কুমার চক্রবর্তী সভাপতি পদে ২০০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯২ ভোট
জাতীয়তাবাদী আইনজীবী ঐকা পরিষদের আলম পেয়েছেন ২৪৭ ভোট। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুহা. মাহবুবুর সবুজ পেয়েছেন ১৪৮ ভোট। আইনজীবী সমিতির ভবনে সোমবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪১৮ ভোটের মধ্যে ৪০২ জন আইনজীবী ভোটাধিবার প্রয়োগ করেন। বাকী ১৬ আইনজীবী অনুপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণা করা হয় রাত ১টার দিকে। গঠনতন্ত্র সংশোধনের করে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত বছর নির্ধারণ হয়েছে।