মুন্সীগঞ্জের ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা 

প্রকাশ : 2025-12-10 16:18:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ সময় দলটির নেতারা বলেন, এবারের মনোনয়ন বাছাইয়ে “নতুন ধারা ও যোগ্য নেতৃত্ব” প্রাধান্য পেয়েছে।

ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জের দুটি আসনেও মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। অন্যদিকে মুন্সীগঞ্জ–২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান দলীয় সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। সময় বাড়িয়ে তা ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে। যা এনসিপির ইতিহাসে অন্যতম বেশি বলে উল্লেখ করেন নেতারা। তাদের ভাষায়, “মনোনয়নপ্রত্যাশীদের এই সাড়া দলটির প্রতি জনআস্থার নতুন বার্তা বহন করে।”

কা/আ