মুন্সীগঞ্জের মাওয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশ : 2024-08-24 14:07:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের মাওয়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকার মাওয়া বাজারে সামাজিক সংগঠন বাতিঘরের আয়োজনে মাদকবিরোধী এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার শত শত স্থানীয়রা দলমত নির্বিশেষে এ মানববন্ধনে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

বাতিঘর সংগঠনের সভাপতি, মশিউর রহমান রতন এবং সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন শিপু বলেন, যে বিগত বছরগুলোতে যারা মাদক ব্যাবসায়ীদের আশ্রয় দিয়েছেন এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক এবং ভবিষ্যতে যাতে মাওয়াতে কোন মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা না করতে সেজন্য প্রশাসনের ভূমিকা ও হস্তক্ষে কেমনা করেছেন।