মুন্সিগঞ্জে নৌকা ও কাঁচির সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

প্রকাশ : 2023-12-18 20:43:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সিগঞ্জে নৌকা ও কাঁচির সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

আজ [সোমবার] বেলা পৌনে তিনটার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মৃণাল কান্তি দাস [নৌকা প্রতীক] ও স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব [কাঁচি প্রতীক] সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহতের খবর পাওয়া গেছে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকায় এই ঘটনা ঘটে। 

নৌকা প্রার্থীর সমর্থক গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন মুন্সী ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীরকে মারধর করে প্রতিপক্ষের মুক্তার, মহিউদ্দিন মোল্লাসহ অনেকে। এই থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

তব স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মহিউদ্দিন মোল্লা জানান, আজ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষে আমরা এক সাথে হয়ে বসেছিলাম। এসময় গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোন পক্ষ থানায় এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামের নৌকা সমর্থক জাহাঙ্গীর ইমন, কাঁচি সমর্থক- পুরান চরচাষী গ্রামের মোখলেস মিয়া ও মহিউদ্দিন মোল্লা।

এসময় হামলাকারীরা একটি দোকান ভাঙচুর করে।

গ্রামনগর বার্তা / ১৮ ডিসেম্বর / কাআ