মুন্সিগঞ্জের বনিক্যপাড়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, আহত ২
প্রকাশ : 2023-10-17 12:59:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া এলাকায় পুরনো একটি বেইলি ব্রিজ ভেঙ্গে খাদে পড়ে চালক ও তার সহকারী আহত হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই নড়বড়ে ছিল বনিক্যপাড়া এলাকা বেইলি সেতুটি। বর্তমানে সেতুটির পাশেই একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সোমবার গভীর রাতে নির্মাণাধীন কালভার্টের জন্য নির্মাণসামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে একটি ট্রাক আসে। মালবাহী ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এসময় ট্রাকটি খালে পড়ে গেলে চালক ও তার সহকারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ায় পাশের বিকল্প একটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করায় মঙ্গলবার ভোর থেকে ওই সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কে চলাচলকারীরা পড়েছেন বিপাকে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, পাশেই নির্মাণাধীন একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে ওই ব্রিজের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের মামলার নিয়ে ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে। তবে বিকল্প আরেকটি বেইলি ব্রিজ সচল রয়েছে।
এছাড়া দুপুরের মধ্যে পাশের কংক্রিটের ব্রিজেটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
সান