মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : 2022-02-08 09:48:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবৈধ ভাবে অনুপ্রবেশের অপরাধে নাছির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। নাছির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের মৃত ছাত্তার শেখের ছেলে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহারে জানা যায়, মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের কাগমারী মাঠ নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান (বিজিবি-৬) বি-কোম্পানী, আনন্দবাস বিওপির সদস্য হাবিলদার মোঃ কাজী নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ স্থানে পৌছামাত্র দৌড়ে পালানোর সময় তাকে আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে নাছির শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।