মিয়ানমার থেকে ছোড়া গোলায় বাংলাদেশি আহত
প্রকাশ : 2024-02-06 17:48:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মিয়ানমার থেকে ছোড়া গোলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সৈয়দ আলম (৩৮) নামের আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দ আলম ওই এলাকার কাদের হোসেনের ছেলে।
আহত সৈয়দ আলম জানান, দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া একটি গোলা গাছের সঙ্গে লেগে কপালে আঘাত করে। এতে কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হলে ক্ষতস্থান চেপে হাসপাতালে আসি।
এর আগে সোমবার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত হন। এসময় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। ওই দেশে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি)১১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার রাত থেকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হচ্ছে। আহতের বিষয়ে শুনেছি বিস্তারিত পরে জানানো হবে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জাগো নিউজকে জানান, ঘুমধুম সীমান্তে আজ আহতের কোনো তথ্য জানা নেই। তবে সোমবার মর্টার শেলের আঘাতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে।
সান