মিরপুর টেস্টের প্রথম দিনই পড়লো ১৬ উইকেট
প্রকাশ : 2024-10-21 17:13:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মিরপুর টেস্টে আলোকস্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হলো। তার আগে বোলারদের রাজ করার এক দিন কাটলো। টেস্টের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে পড়েছে ১৬ উইকেট।
বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে তারাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১০৪ রান নিয়ে। ৩৪ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ১৪০ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে উইকেটে ছিলেন ১৮ রানে অপরাজিত ছিলে কাইল ভারানে। তার সঙ্গে ১৭ রানে ব্যাট করছিলেন মাল্ডার।
প্রথম দিনে আলোর স্বল্পতার কারণে খেলা ছয় ওভার কম হয়েছে। ৩৪ রানের লিড নিয়ে আগামীকাল মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
দুদলের মিলিয়ে ঢাকার টেস্টের প্রথম দিনই পড়ল ১৬ উইকেট। এর মধ্যে বাংলাদেশের পড়েছে ১০টি, দক্ষিণ আফ্রিকার ছয়টি।
প্রথম ইনিংসে বাংলাদেশকে দ্রুত গুঁড়িয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকা নিজেরাও ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই হাসান মাহমুদের ভেতরে ঢুকা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন এইডেন মার্করাম। ৬ রানের বেশি করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক।
দলীয় ৫০ রানে পরের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১২তম ওভারে ট্রিস্টান স্টাবস ফিরিয়ে নিজের উইকেটের খাতা খোলেন তাইজুল। মিরাজের বলে জীবন পাওয়া স্টাবস পরের ওভারেই তাইজুলের ঘূর্ণিতে ধরা পড়েন স্লিপে। সাদমানের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৭ রান করেন স্টাবস।
দ্বিতীয় সেশনে এই দুটি উইকেটই ছিল বাংলাদেশের প্রাপ্তি। তাইজুল চড়াও হন তৃতীয় সেশনে। এই সেশনে একে একে তুলে নেন চার প্রোটিয়া ব্যাটারকে।
তৃতীয় সেশনে তাইজুলের প্রথম শিয়ার ডেভিড বেডিংহ্যাম। তাইজুলের করা বল কাট করতে গিয়ে ১১ রানে কট বিহাইন্ড হন বেডিংহ্যাম। সতীর্থদের আসা-যাওয়া মিছিলে লড়াই করতে চেয়েছিলেন টনি ডি জোর্জি। তাইজুলের ঘূর্ণিতে শর্ট লেগে ধরা পড়ে থেমে যায় সেই লড়াই। ৭২ বলে ৩০ করে থামেন তিনি।
এরপর ম্যাথু ব্রিটিক্সিকে আউট করে টেস্টে নিজের ২০০তম উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল। পরের শিকার রায়ানকে বানিয়ে পূরণ করেন ফাইফার। যা টেস্ট ক্রিকেটে তাইজুলের ১৩তম ফাইফার।
তাইজুলের স্পিন ঘুর্ণি ছাপিয়ে শেষ পর্যন্ত ১৪০ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। আলোর স্বল্পতায় আজ ১৫ মিনিট খেলা কম হওয়ায় কাল শুরু হবে ১৫ মিনিট আগে।
এর আগে বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতা দেখিয়ে আজ সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেড় সেশনে ১০৬ রানে অলআউট বাংলাদেশ।
প্রথম দিনের দুই সেশন শেষ হওয়ার আগেই শেষ বাংলাদেশ। দেখে কে বলবে, স্বাগতিক হিসেবে নেমেছেন শান্তরা! বাংলাদেশকে অল্পতে থামিয়ে দ্বিতীয় সেশনেই প্রথম ইনিংসে নেমে যায় দক্ষিণ আফ্রিকা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। কিন্তু আগে ব্যাটিং নিয়েও এর সুবিধা মোটেই লুফে নিতে পারল নাজমুল হোসেন শান্তর দল। হতশ্রী ব্যাটিংয়ের নমুনা শুরু হয় শুরু থেকেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রতিপক্ষকে উইকেট উপহার দেন সাদমান ইসলাম। একই ধারাবাহিকতা ধরে রাখলেন বাকিরাও। একের পর এক উইকেট হারানোর মিছিলে অল্পতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা। সমান তিনটি করে নেন কেশভ মাহারাজ ও উইয়ান মাল্ডার।
কা/আ