মিয়ানমারের রাজধানীতে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, ভূপাতিত ৭টি ড্রোন
প্রকাশ : 2024-04-05 09:29:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মিয়ানমারের রাজধানী নেপিদোর আকাশে ধেয়ে আসা ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দেশটির সামরিক টিভি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সামরিক টিভিতে বলা হয়েছে, রাজধানীতে ১৩টি ‘সন্ত্রাসী’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার উদ্দেশে ‘সন্ত্রাসীরা’ একটি ব্যর্থ হামলা চালিয়েছে বলে মিয়ানমারের সামরিক নিয়ন্ত্রিত মিয়াবতী টিভি জানিয়েছে।
১৩টি ড্রোনের মধ্যে চারটিতে বিস্ফোরক ছিল। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা উল্লেখ করেনি মিয়াবতী টিভি। তবে একটি ছবি প্রকাশ করেছে যেখানে নয়টি ছোট ড্রোন দেখানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ছিল।
মিয়ানমারের ছায়া সরকার ও জান্তা-বিরোধী প্রতিরোধ গোষ্ঠী এর আগে সামরিক সদর দপ্তর ও একটি বিমান বাহিনী ঘাঁটিতে সমন্বিত আক্রমণের কথা জানিয়েছিল। মিয়াবতীর প্রতিবেদনে একই অবস্থানের উল্লেখ করা হয়েছে, কিন্তু বলা হয়নি যে সেগুলো সামরিক স্থাপনা।