মিঠামাইনে উৎসবের আমেজ, আগামীকাল সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2023-02-27 13:05:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মিঠামাইনে উৎসবের আমেজ, আগামীকাল সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইন যাচ্ছেন। তার সফরকে ঘিরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রী সেদিন সকাল ১০টায় মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। বিকালে আওয়ামী আয়োজিত জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণ, সাজসজ্জাসহ চলছে নানা কর্মযজ্ঞ।

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী এসেছিলেন হাওরে। দীর্ঘদিন পরে আবার তিনি আসছেন। তাকে বরণ করতে শেষ সময়ের প্রস্তুতিতে সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। জনসভা সফল করতে চলছে সভা-সমাবেশ। সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন। সেখানে দুপুরের খাবারের পর বিকাল ৩টায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। 

স্থানীয় হেলিপ্যাডে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দফায় দফায় সভা করছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়াও করিমগঞ্জ, তাড়াইল, বাজিতপুর ও নিকলীতেও নেতাকর্মীরা সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন। কেউবা সড়কপথে আবার অনেকে নৌপথে মিঠামইনে যাবেন বলে জানা গেছে। জনসভায় লাখও মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাওরে ব্যাপক উৎসাহ নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি শেষের দিকে। ঘরের আদলে দ্রুত তৈরি হচ্ছে জনসভামঞ্চ। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। আর এ কাজ তদারকি করছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এদিকে জনসভাস্থল হেলিপ্যাড মাঠসহ পুরো উপজেলা সদর ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে জনসভার মাঠ। জনসভার দিন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।