মা হলেন অভিনেত্রী দেবলীনা
প্রকাশ : 2024-12-19 15:58:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বলিউডে আবারও খুশির খবর। জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য মা হয়েছেন। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবরটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
দুই বছর আগে সাত পাকে বাঁধা পড়েছেন দেবলীনা। দীর্ঘদিনের প্রেমিককেই বিয়ে করেছেন তিনি। ২০২২ সালের শেষের দিকে বিয়ে করেন তিনি। তাঁর স্বামী শানওয়াজ শেখ আদপে তাঁর জিম ট্রেনার। শানওয়াজকে বিয়ের পর থেকে নানা ভাবে ট্রোল হতে হয় তাঁকে। ভিনধর্মে বিয়ে করায় শুনতে হয়েছে একের পর এক কুমন্তব্য। অভিযোগ ওঠে, বিয়েতে নাকি এক পয়সাও দেননি শানওয়াজ। শুধু কি তাই? শানওয়াজ কেমন দেখতে তা নিয়েও চলে বিস্তর কাটাছেঁড়া। তবে সে সব মন্তব্যকে দূরে সরিয়ে রেখে বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য দিলেন খুশির খবর। অনেক দিন ধরেই চলছিল আলোচনা। এবার সেই আলোচনাতেই শিলমোহর দিলেন তিনি। সুখী দাম্পত্য জীবনে এবার নতুন রঙ আনল তাঁদের প্রথম সন্তান।
মাস কয়েক আগেই দেবলীনা তাঁর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাঁর বেবি শাওয়ারের ছবিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার সুখবর জানাতেই ভক্তদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় অভিনেত্রীর পোস্টের কমেন্টে।
ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'এবার আমাদের খুশির ঝুলি পূর্ণ হল। ১৮ ডিসেম্বর আমাদের ঘরে এলো ফুটফুটে ছোট্ট ছেলে।' এই সুখবর শেয়ার করার পরই তাঁর সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। নবজাতকের আগমনে দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। নতুন অতিথির আসায় দেবলীনার পরিবার এখন খুশিতে ভরপুর।
সা/ই