মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে লৌহজংয়ে মতবিনিময় সভা 

প্রকাশ : 2023-10-12 18:43:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে লৌহজংয়ে মতবিনিময় সভা 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে জেলে, ভোক্তা, জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আসলাম খান।  উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি অলক কুমার মিত্র সাংবাদিক মো. মাসুদ খান, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী লীগের সভাপতি মো. জহির মিয়া বিশিষ্টজন বক্তব্য দেন।