মালদ্বীপ সরকারের অ্যাওয়ার্ড পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল
প্রকাশ : 2022-03-23 12:24:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে মালদ্বীপ সরকার কর্তৃক স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতি স্বরূপ দেশটির সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।
গত ১৭ মার্চ রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে এ পুরস্কার দেয়া হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ নিজেই সম্মানজনক এ বিশেষ পুরস্কার তুলে দেন তার হাতে।
পরপর চারবার হকি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, এ মাসে দুই প্রাপ্তি আমি বঙ্গবঙ্গু জন্মদিন উপলক্ষ্যে স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এই অর্জন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনায় হয়েছে।
বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতি স্বরূপ দেশটির সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।
মালদ্বীপ সফর শেষে সোমবার বাংলাদেশে আসার পর ফেডারেশনের নেতাকর্মী ও গাজীপুরের বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।