"মার্চ কথন"

প্রকাশ : 2022-03-14 12:37:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

"মার্চ কথন"

ওমর ফারুক 
-----------------


মধ্য মার্চের দুপুর বেলা 
গর্জে উঠলো কণ্ঠ। 
ভীষণ রকম যুদ্ধ হবে 
বেজে উঠলো ঘণ্ট।
বিশাল বড় ঘণ্টাখানা
বাজলো যার হাতে,
তিনিই হলেন বঙ্গবন্ধু 
সবাই তার সাথে। 
এক ইশারায় তর্জনী যার
অনেক কথা বলে। 
রণসাজে সজ্জিত সব
যুদ্ধে যাবে চলে। 
সবার মনে স্বাধীনতা 
বাঁচবো এক সাথে। 
বঙ্গবন্ধু সাহস যোগান 
তর্জনী রাঙা হাতে।