মামুনুল হকের মুক্তি দাবিতে ৭ ফেব্রুয়ারি সমাবেশ

প্রকাশ : 2023-01-17 16:20:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মামুনুল হকের মুক্তি দাবিতে ৭ ফেব্রুয়ারি সমাবেশ

হেফাজত ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের মুক্তির দাবিতে ৭ ফেব্রুয়ারি সমাবেশ করবে তার দল। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী সমাবেশের ঘোষণা দেন।

মামুনুল হকের মুক্তিসহ ৪ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করছে দলটি। সংবাদ সম্মেলনে ইসমাঈল নূরপুরী বলেন, মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, জাতীয় পাঠ্যক্রমে ইসলামি শিক্ষা সংকোচনের প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ৭ ফেব্রুয়ারি সমাবেশ হবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু বইমেলার কারণে ডিএমপি কমিশনারের পরামর্শে এখন গুলিস্তান পার্কে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি।’
ইসমাঈল নূরপুরী বলেন, মাওলানা মুহাম্মদ মামুনুল হককে ২০২১ সালের ১৮ এপ্রিল অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার নামে অন্যায়ভাবে ২৮টি নতুন মামলা দেওয়া হয়েছে। আগের মামলাসহ মোট ৪১টি মামলা তাকে মোকাবিলা করতে হচ্ছে। যার প্রত্যেকটিই ভিত্তিহীন ও সাজানো। তার মামলা সম্পূর্ণ জামিনযোগ্য হওয়ার পরও জামিন পাওয়া যাচ্ছে না। একজন দাগী আসামির মতো হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা-নেওয়া করা হয়, যা অত্যন্ত বেদনাদায়ক।

বিজ্ঞাপন

তার আগে-পরে অনেক আলেম ও মাদ্রাসার ছাত্রদের গ্রেফতার করা হয়েছে, তাদের অনেকেই এরইমধ্যে মুক্তি পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মামুনুল হকসহ কয়েকজন নেতা দীর্ঘ ২১ মাস ধরে কারাগারে বন্দী রয়েছেন। তার অনুপুস্থিতির কারণে পরিবারও বিভিন্ন সমস্যায় জর্জরিত।’

ইসমাঈল নূরপুরী বলেন, ‘গত ১৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে কারাবন্দী ওলামায়ে কেরামের মুক্তির দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রীও তাদের দ্রুত মুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, এখনও মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমদের মুক্তির বিষয়ে কোনও পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। অনতিলম্বে আমাদের দাবিগুলোর ব্যাপারে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে বিশেষভাবে আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ৭ ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।