মানুষেরে চেনা দায়

প্রকাশ : 2022-07-01 11:32:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মানুষেরে চেনা দায়


রফিকুল ইসলাম 
 ---------------------

           

বিচিত্র এই পৃথিবীর মাঝে 
মানুষেরে চেনা দায়
স্বার্থের খেলা খেলে হররোজ  
কেউ বুঝি কারো নয়!

কূটকৌশলে সর্বদা যারা 
বন্ধুর বেশ ধরে,
তাদেরে বুঝে এমন মানুষ 
কে আছে ধরার 'পরে?

মিথ্যার জোরে নিত্য যারা 
সত্যকে দেয় বলি,
তারাই মহান তাদেরে সবাই 
ধর্মাবতার বলি!

পরের অনিষ্টে বের হও তুমি
নিজের ঘরটা খুলে,
তোমারই ক্ষতির পথ করে দিলে 
একথা যেওনা ভুলে।

কিছুই রাখো না খোঁজ!
তোমার কর্মের হিসেব নিকেশ 
বিধাতা রাখেন রোজ।

স্বার্থান্বেষী সর্বদা ঘুরে 
স্বার্থের পিছে পিছে,
পদলেহী সব মানুষের কাছে 
বিবেক কেবলই মিছে।