মানি এক্সচেঞ্জের দুজনকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ : 2025-01-22 15:45:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মানি এক্সচেঞ্জের দুজনকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে বরুন বর্মন মার্কেটের ‘সিটি মানিটারি এক্সচেঞ্জ’ মানি এক্সচেঞ্জের মালিকসহ দুজনকে কুপিয়ে-পিটিয়ে  আহত করে তাদের কাছে থাকা কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।  আহতরা হচ্ছেন, মানি এক্সচেঞ্জের মালিক আ. কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)। কাদের শিকদার নড়াইল জেলার নরাঘাতি উপজেলার খাশিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।

আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, বড় ভাই ব্যবসা প্রতিষ্ঠান (সিটি মানিটারি এক্সচেঞ্জ) বন্ধ করে আমির হামজাকে সঙ্গে করে মোটরসাইকেলে করে গুলশান-১ বাসায় ফিরছিলেন। তারা সেখান থেকে কিছুদূর যেতেই ডিসিসি মার্কেটের সামনে ১৫ থেকে ২০ জন তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে প্রথমে রড দিয়ে আঘাত করে ফেলে দেয়। পরে হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তাদের কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় কোটি টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। 

পরে খবর পেয়ে আহত অবস্থায় তাদের সেখান থেকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তিনি গতরাতে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

মিন্টু শিকদার আরও বলেন, গত ৪ মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী ও তার লোকজন আমাকে অপহরণ করেছিল। ওই সময়ে তারা ৭৯ লাখ টাকা নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় বড় ভাই বাদী হয়ে মামলা করেছিলেন। এ মামলায় ইয়াসিন কারাগারে বন্দী ছিল। সম্প্রতি সে জামিনে মুক্ত পায়, মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল।

তার ধারণা, ইয়াসিন শিকদারই লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সা/ই