মানবতার জন্য মার্চ হানিফ বাংলাদেশির

প্রকাশ : 2025-02-10 18:27:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মানবতার জন্য মার্চ হানিফ বাংলাদেশির

এবার মানবতার জন্য মার্চ কর্মসূচি শুরু করেছেন আলোচিত হানিফ বাংলাদেশি। রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। সোমবার পঞ্চগড় জেলা শহর প্রদক্ষিণ করেন তিনি। এ সময় তার সাথে দলের সদস্য বরগুনার সাকিব আল হাসান ও কুড়িগ্রামের মাইদুল ইসলাম মুকুলও অংশ নেয়। এবার তার গঠিত রাজনৈতিক দল বাংলাদেশ সমতা পার্টি ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তিনি। 

হানিফ জানান, মানবিক বাংলাদেশ এবং ইনসাবভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে আমরা তেঁতুলিয়া থেকে আমাদের মার্চ ফর হিউম্যানেটি শুরু করেছি। বাংলাদেশের ক্রমানয়ে একটি অমানবিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। দেশের মানুষ এটা কখনো কামনা করেনি। দীর্ঘ মেয়াদী বাংলাদেশ একটি ফ্যাসিস্টদের কবলে ছিলো। মানুষ মনে করেছিলো ফ্যাসিস্টে পরিবর্তন হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত হবে। দুর্ভাগ্যের বিষয় এখন মব জাস্টিস হচ্ছে। মানুষের বিশ^াসের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। মানুষের ভিন্নমতের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এজন্য আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা প্রতিদিন একটি জেলা প্রদক্ষিণ করে মার্চে টেকনাফে গিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে।