মাদারীপুর সরকারি কলেজের  অভিভাবক সমাবেশ 

প্রকাশ : 2025-02-01 17:48:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর সরকারি কলেজের  অভিভাবক সমাবেশ 

ক্লাসে উপস্থিতি ও লেখপড়ায় মনোযোগ বৃদ্ধির লক্ষে অভিভাবকদের সাথে কলেজ হলরুমে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  ( ২ ফেব্রুয়ারী) সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ লিটন  মোল্লা, শিক্ষক পরিষদের সম্পাদক ও  প্রাণিবিদ্যা বিভাগের  সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হুব্বুল কবির। 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, মাদারীপুর সরকারি কলেজে বর্তমানে ১৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু কলেজে উপস্থিত কম হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত পাঠদানে  অমনযোগী হচ্ছে। তিনি আরও বলেন এ বছর এইচ.এস.সি পরীক্ষায় মাদারীপুর  সরকারি কলেজের ফলাফল বিপর্যয় নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। আগামিতে যাতে শিক্ষার্থীদের ফলাফল ভালো হয় সেজন্যই অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়েছে।বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও পড়া- লেখায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।

এতে অভিভাবকেরা জানিয়েছে, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে বোর্ড পরীক্ষার সুযোগ পাবে না ছাত্র-ছাত্রীরা। যেকারনে সকল শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত এবং পড়া-লেখায় মনোযোগি হওয়ার বিকল্প নেই।