মাদারীপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-11-29 13:55:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাগরিক প্রত্যাশা পুরণের অঙ্গীকার নিয়ে সোমবার সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে মাদারীপুর পৌরসভা আয়োজিত ৪২তম শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সঞ্চালনায় শহর সমন্বয় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম।সভায় মাদারীপুর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর, কাউন্সিলর, পৌরসভার বিমিষ্ট নাগরিক,সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ কোভিক১৯ প্রকল্প নিয়ে বিষদ আলোচনা করেন। এছাড়াও, সোসাল ডিস্টেনস, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বাজার এলাকায় জন বহুর এলাকা উন্নযন,সহ বিভিন্ন উন্নয়ন পক্ল্পেের আলোচনা করা হয়।