মাদারীপুর তিনটি আসনে ২৭ জনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : 2025-12-30 17:33:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে এ পর্যন্ত মোট ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছে। এরমধ্যে মাদারীপুর-১ (শিবচর) ১১ জন, মাদারীপুর-২ (মাদারীপুর সদর ও রাজৈর) ১০ জন, মাদারীপুর-৩ (মাদারীপুর সদর একাংশ, কালকিনি ও ডাসার) ৬ জন। মাদারীপুর-১ ও মাদারীপুর-২ আসনে একাধিক বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিলেও কালকিনিতে বিএনপির মনোনয়ন পাওয়া আনিচুর রহমান তালুকদার খোকন একক প্রার্থী হিসাবে মনোনয়পত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসন থেকে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মো. ইমরান হাসান (স্বতন্ত্র), নাদিরা আক্তার (বিএনপি), আবদুল আলিম (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি), সালাউদ্দিন আহমাদ হানজালা (বাংলাদেশ খেলাফত মজলিস), সাজ্জাত হোসেন সিদ্দিকী (স্বতন্ত্র), আকরাম হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) কামাল জামান মোল্লা (স্বতন্ত্র), রাজিব মোল্লা (গণ অধিকার পরিষদ), মো. হাফিজুর রহমান (বাংলাদেশ লেবার পার্টি), মো. সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। উল্লেখ্য সাজ্জাত হোসেন সিদ্দিকী বিএনপি থেকে মনোনয়ন নেয়ার জন্য এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে কামাল জামান মোল্লাকে প্রথমে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আওয়ামীলীগের ঘনিষ্টতার অভিযোগে তার মনোনয়ন বাতিল করে বিএনপির নীতিনির্ধারকরা। এরপরও তিনি তার মনোনয়ন বহাল করার জন্য ব্যাপক প্রচারনা চালায় এবং নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ করে। সাজ্জাত হোসেন সিদ্দিকী ও কামাল জামান মোল্লা দুই শক্তিশালী প্রার্থী মাঠে থাকলেও শেষ পর্যন্ত বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় নাদিরা আক্তারকে। তাই এই দুই প্রার্থীই স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাদারীপুর ২ থেকে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আব্দুস ছোবাহান (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. জাহাদ্দার আলী মিয়া (বিএনপি), মোহাম্মদ দিদার হোসেন (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মিল্টন বৈদ্য (স্বতন্ত্র), শহিদুল ইসলাম খান (স্বতন্ত্র), মুহাঃ কামরুল ইসলাম সাঈদ (স্বতন্ত্র), আলী আহমাদ চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রেয়াজুল ইসলাম (স্বতন্ত্র), সুবল চন্দ্র মজুমদার (বাংলাদেশ কল্যাণ পার্টি), মো. শহিদুল ইসলাম (জাতীয় পার্টি)। উল্লেখ্য মিল্টন বৈদ্য বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি মাদারীপুর-২ আসন থেকে বিএনপি মনোনয়ন নিয়ে নির্বচন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
মাদারীপুর-৩ থেকে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আনিছুর রহমান (বিএনপি), মো. রফিকুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আজিজুর হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আসাদুজ্জামান (স্বতন্ত্র), আমিনুল ইসলাম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)।