মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ : 2024-09-15 15:00:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদারীপুর জেলা বিএনপি'র উদ্যোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় নতুন কৈয়ারা বাজার কমিউনিটি প্রাথমিক স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

শনিবার  সকাল থেকে দিন ব্যাপি এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। ডক্টরস এসোশিয়েন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।  সহযোগীতায় ছিলেন মাদারীপুর পৌর বিএনপি নেতা খান আনিস, কাজী সবুজসহ আরো অনেকে । বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা দিপালী রানী বলেন,  বন্যার দূষিত পানির কারনে আমাদের বিভিন্ন পানিবাহিত রোগ হয়েছিল। মাদারীপুর থেকে ডাক্তার এসে আমাদের বিনা মূল্যে চিকিৎসা ও ফ্রি ঔষধ দিয়েছেন। সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।
ফ্রি মেডিক্যাল টিমের প্রধান ডা. লুৎফর রহমান বলেন, ফেনীর বন্যা দুর্গতদের সমস্যার কথা বিবেচনা করে মাদারীপুর জেলা বিএনপির সাথে আলোচনা করে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

 

সান