মাদারীপুর ইউসিবি অনুর্ধ -১৫ ফুটবল দলকে জার্সি প্রদান
প্রকাশ : 2025-04-13 19:29:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুর জেলাা স্টেডিয়ামে রবিবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ইউসিবি জাতীয় ফুটবল লীগে অংশ গ্রহণের জন্য অনুর্ধ ১৫ মাদারীপুর জেলা দলকে জার্সি প্রদান করা হয়।জার্সি প্রদান করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জেলা পরিষদ এবং মাদারীপুর পৌরসভার প্রশাসক উপ সচিব মো: হাবিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশিস্ট ক্রীড়াবিদ গোলাম কবির, ত্রিনাথ দাস,ফুটবল কোচ নান্নু মুন্সী, ক্রীড়াবিদ লাবলু হাওলাদার,জাহিদ প্রমুখ।উল্লেখ্য রাজবাড়ী ভেন্যুতে রাজবাড়ি স্টেডিয়ামে বৃহত্তর ফরিদপুর জেলার ৫ টি জেলা ও মুন্সীগঞ্জ জেলা খেলায় অংশ নিবে।