মাদারীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক পলাতক

প্রকাশ : 2025-11-16 14:07:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক পলাতক

মাদারীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনা প্রকাশ পাওয়ার পরই ধর্ষক পালিয়ে গেছে। ৫দিন পুর্বে এ ঘটনা ঘটলেও সম্মানহানি ভয়ে এতদিন ধর্ষণের ঘটনাটি প্রকাশ করেনি পরিবার। এঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা ১৪ নভেম্বর শুক্রবার রাতে মামলা দায়েরের পর শনিবার সকালে ঘটনাটি প্রকাশ পায় এবং এলাকায় হৈচৈ শুরু হয়। রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামে ১১ নভেম্বর এ ঘটনা ঘটে। সুজন বেপারী (২০) একই এলাকার জলিল বেপারীর ছেলে।

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শিশুটি সুজন বেপারীর বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতো। এতে সুজন প্রায়ই শিশুটিকে উত্যক্ত করতো। শিশুটি তার মাকে জানালে মা সুজনের বাবা-মাকে জানায়। কিন্তু তাতেও কোন ফল হয়নি। ১১ নভেম্বর সকাল ১০টার দিকে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সুজন শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী শাহআলম বেপারীর নির্মানাধীন বিল্ডিংয়ের টয়লেটে নিয়ে ধর্ষণ করে এবং একথা কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। শিশুটি মা জানায়, ‘এর পুর্বেও সুজন আরো কয়েকবার আমার মেয়েকে ধর্ষণ করেছে। ১৩ নভেম্বর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তির করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করে।

রাজৈর থানা ওসি মোঃ মাসুদ খান হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে জানান, ‘শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এবং ১৪ নভেম্বর শুক্রবার রাতে এ ব্যাপারে শিশুটির মা (নাজমা বেগম) বাদী হয়ে সুজনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর তাৎক্ষনিকভাবে আসামীকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ধর্ষক সুজন পালিয়ে যায়। তাকে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’