মাদারীপুরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে জখম
প্রকাশ : 2025-09-15 10:58:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর(২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আহত রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। এবং সে ওই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি।
জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিল রাকিব নামের ওই যুবক। কিছুক্ষণ পরেই অতর্কিত ভাবে ৪/৫ জনের একটি দল হামলা করে কুপিয়ে জখম করে। আহতাবস্থায় সড়কে লুটিয়ে পরলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশিদুল ইসলাম বলেন,'গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা প্রেরণ করেছি।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। আহত রাকিব চরশ্যামাইল এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।'
উল্লেখ্য, গত ৬ মে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় ইবনে সামাদ। ইবনে সামাদ হত্যা মামলার আসামিদের একজন রাকিব। তিনি সম্প্রতি জামিনে রয়েছেন। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।
এদিকে প্রকাশ্যে ব্যস্ততম সড়কে কুপিয়ে জখমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।