মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত একজন ও আহত দুইজন

প্রকাশ : 2025-11-11 11:43:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত একজন ও আহত দুইজন

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে মটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়। এছাড়া সাব্বির (২১) এবং রিফাত (২০), নামের ০২ জন আহত হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর সড়কের সিদ্দিকখোলা এলাকায় মটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ও বাইসাইকেল চালকসহ তিনজন গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে বাই সাইকেল আরোহী আব্দুল্লাহ্ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: অখিল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।