মাদারীপুরে যাত্রীবাহি বাস নিয়ন্নিয়ন্ত্রণ হারিয়ে সাথে ধাক্কা :আহত-১০
প্রকাশ : 2025-12-30 17:43:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাকুরা পরিবহনে’র একটি বাসের সঙ্গে মুখোমুখি হওয়ার উপক্রম হয়। এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে যমুনা লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনায় আহত যাত্রী ও তিন সন্তানের জননী রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘বাসের চালক ও হেলপার নিজেদের মধ্যে গল্প করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। আল্লাহর রহমতে বাসটি খাদে না পড়ে গাছে আটকে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমার সন্তানদের কিছু হয়নি, তবে আমি মাথায় আঘাত পেয়েছি।’
এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ বলেন, ‘যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। দুর্ঘটনাকবলিত বাসটি ও রাস্তার পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।’