মাদারীপুরে বিশ্ব কিডনি দিবস পালিত
প্রকাশ : 2025-03-13 11:45:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

‘‘কিডনি সুরক্ষায়,অঙ্কুরেই সনাক্ত করুণ" এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস ।
বৃহস্পতিবার(১৩মার্চ) সকালে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাস স্টান্ড এলাকা থেকে একটি সচেতনাতামূলক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ কানন চত্বরে এসে শেষ হয়। ক্যাম্পাস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টার মাদারীপুর শাখার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে নানা পেশার দুই শতাধিক লোকজন র্যালিতে অংশ গ্রহণ করে। র্যালী শেষে কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ সনাক্ত করে কিডনির বিকল্প প্রতিরোধ করতে চিকিৎসা প্রদান সম্পর্কে আলোচনা করেন ডা: এম এস ছামাদ, ক্যাম্পাসের মাদারীপুর শাখার ম্যানেজার শফিকুল ইসলাম। র্যালিতে মাদারীপুরের বিভিসন্ন স্কুর-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশ নেয়।
উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য এরমধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে মরণঘাতী কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে। প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক কিডনি বিকল রোগে আক্রান্ত হয় যার ৮৫ ভাগই আমাদের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশে কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে। পক্ষান্তরে, সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্য সম্মত জীবনযাপন করে তা হলে ৫০-৬০ ভাগ ক্ষেত্রে এই মরণঘাতী কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।
কা/আ