মাদারীপুরে বিজয় দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা উদ্বোধন
প্রকাশ : 2024-12-17 11:39:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
'আলোকিত মানুষ চাই' এ স্লোগানে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ বইমেলা চলবে আগামী ২১ ডিসেম্বর শনিবার পর্যন্ত।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ টায় জেলা শহরের স্বাধীনতা অঙ্গন প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোছা. ইয়াসমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহম্মদ হাবিবুল আলম, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা: মুনীর আহমেদ খান সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, মাদারীপুর জেলা শাখা সংগঠক লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা ও সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ এ বইমেলায় দেশি-বিদেশি লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন ধরনের দশ হাজারের বেশি বই পাওয়া যাবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনা ছাড়াও প্রায় ১৫০টি প্রকাশনা সংস্থার বই রয়েছে। বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ক্রেতারা ৩০ শতাংশ ছাড় পাবে।
সান