মাদারীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-02 21:30:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় আজ বুধবার (২- মার্চ) বিকাল ৪ টায় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, যুগ্ম-আহবায় এ্যাডঃ জামিনুর হোসেন মিঠু,মিজানুর রহমান মুরাদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।