মাদারীপুরে প্রয়াত জেলা বিএনপি’র নেতাদের স্মরণসভা ও দোয়া মাহফিল
প্রকাশ : 2022-02-08 21:35:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র সদস্য সচিবের বাস ভবনে মাদারীপুর জেলার প্রয়াত জেলা বিএনপি’র নেতাদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সভাপতিত্বে মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট মো: জামিনুর হোসেন মিঠুর স ালনায় মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক মন্ত্রী মরহুম আ: মান্নান শিকদার, মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আ: মতিন মোল্লা, মাদারীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ মিয়া, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম আবু সালেহ ফকির,মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ও মাদারীপুর সদর থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মো: ইদ্রিস আলী দর্জী এর জিবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের সভাপতি এডভোকেট এমারত হোসেন,মাদারীপুর জেলা যুব দলের সভাপতি মো: ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা শ্রমিক দলের সেলিম মুন্সী প্রমুখ। পরে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।