মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
প্রকাশ : 2021-09-28 15:51:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মাদারীপুর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, এলজিইডির নানা কর্মসূচি বাস্তবায়ন করে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যেগে পুরান বাজার বড় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামণা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেএা আওমীলীগের সহ সভাপতি আজাদ মুন্সি, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ, এ দিকে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনজাত করা হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী মসজিদের পেশ ইমাম মো. নুরুল আলম। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাতে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আকতারসহ কর্মকর্তা-কর্মচারী এবং মুসল্লিরা অংশ নেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ে দোয়া ও কেক কাটা হয়। জেলা ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এছাড়া কালকিনি, শিবচর, রাজৈর ও ডাসার উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।