মাদারীপুরে নির্মাণ শিল্পীদের নিয়ে মীর সিমেন্টের মতবিনিময়  

প্রকাশ : 2022-10-10 18:37:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে নির্মাণ শিল্পীদের নিয়ে মীর সিমেন্টের মতবিনিময়  

[ঢাকা, ১০ অক্টোবর] সম্প্রতি মাদারীপুরে নির্মাণ শিল্পীদের নিয়ে মীর সিমেন্ট কোম্পানি এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মীর সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় ও মাদারীপুরে তাদের এক্সক্লুসিভ ডিলার কনকর্ড ট্রেডিং এর সার্বিক সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
এতে নির্মাণ শিল্পীদের নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মীর সিমেন্টের রবিন হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং, মনিজা ইসলাম ব্র্যান্ড ম্যানেজার, মোঃ ইউসুফ অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে আমন্ত্রিত নির্মাণ শিল্পী ও মীর সিমেন্ট-এর প্রতিনিধিদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশ্ন-উত্তর পর্ব শেষে, অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে মীর সিমেন্টের গুনগত মান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে মাদারীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শিল্পীরা (রাজমিস্ত্রী) উপস্থিত ছিলেন। 
 
মতবিনিময় সভা শেষে নির্মাণ শিল্পীদের নিয়ে মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।