মাদারীপুরে নদীতে গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ
প্রকাশ : 2025-02-05 19:08:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের হাইক্কারমার ঘাটে গোসল করতে নেমে মিনহাজ ও কুলসুম নামের দুই ভাই-বোন নিখোঁজ হয়েছে।উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার ১২ ও ছেলে মিরাজ মাতুব্বর ৭। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যাস্ত ছিলেন। এই সুযোগ মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধ্যান পায়নি ডুবরি দল।
নিখোজদের মা মিনোয়ার বেগম বলেন, আমাকে না বলেই ওরা গোসলে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছে।পানির চাপ অনেক বেশি আমরা আজ সাধ্যমত চেষ্টা করব যদি আজকে না পাই তাহলে আগামীকাল আসবো।