মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা আমির আব্দুস সোবাহান খান গ্রেফতার
প্রকাশ : 2023-05-21 12:03:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আব্দুস সোবাহান খানকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার হন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যক্ষ আবদুস সোবাহান খান। তিনি দীর্ঘদিন ধরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। তবে তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরান বাজার এলাকায় থাকেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সস্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাংচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠালে জেল হাজতে প্রেরণ করা হয়।