মাদারীপুরে কবরস্থান থেকে ২০টি হাত বোমা উদ্ধার
প্রকাশ : 2024-12-07 17:00:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ পাতাবালি গ্রামের একটি কবর স্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ওসি মুুহাম্মদ হুমায়ুন কবীর। পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল শুক্রবার বিকেলে কালকিনি পৌর এলাকার দক্ষিণ পাতাবালি গ্রামের সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুইটি বালতি ভরা ২০টি হাতবোমা আছে। এ সংবাদে কালকিনি পুলিশ অভিযান পরিচালনা করে তাজা ২০টি পরিত্যাক্ত হাতবোমা উদ্ধার করা হয়। কালকিনি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, বালতি ভরা ২০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।