মাদারীপুরে আওয়ামীলীগের বিক্ষোভ

প্রকাশ : 2022-06-04 14:58:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে আওয়ামীলীগের বিক্ষোভ

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের পুরান বাজার এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।

পরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান মুন্সি, নিটুল খন্দকার, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, ইরসাত হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারসহ অন্যান্যরা।