মাদকসেবীদের আগুনে পুড়ল কৃষকের বসতঘর !

প্রকাশ : 2022-02-26 21:13:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদকসেবীদের আগুনে পুড়ল কৃষকের বসতঘর !

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকসেবীদের ছুড়ে ফেলা আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে একশত মন ধানসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন সানকিভাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত খলিল ফরাজী। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা বলেন, ঘটনার সময় ৩-৪ জন যুবক ঘর সংলগ্ন খড়ের গাঁদার পাশে মাদক সেবনের আসর জমায়। কিছুক্ষণ পরে ওই খড়ের গাঁদায় আগুন লেগে যায়। সেখান থেকে মুহুর্তের মধ্যে আগুন পৌছে যায় খলিল ফরাজীর বসত ঘরে। এ সময় আগুন থেকে ছোট ভাই, বোন ও মাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন মিরাজ ফরাজী(২৫)। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়।