মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৭

প্রকাশ : 2022-08-14 12:38:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৩৪৭ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৩৫১ গ্রাম গাঁজা, ৪৫৩ বোতল ফেনসিডিল, ৮০ বোতল দেশি মদ ও ৫০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

শনিবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে রোববার (১৪ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।