মাতাল হাওয়া

প্রকাশ : 2021-05-09 10:38:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাতাল হাওয়া

আমি নেই নেই কোথাও নেই
এই বেশ নেই পুরোনো শহর
স্মৃতি কথা কাকে বন্ধক দেই
তবুও বলিও তার তারপর

চুপচাপ পুষে অভিমান রাখো
টুপটাপ বসে কাম পুষি দ্রোহে

দেখি পোষা কুকুর সদর উঠোন
নুয়ে পরা হেমা মাসির ঘর- ছায়া
এই হারায় দূরে কোথাও বিষন্ন-

দুপুর রোদ মায়া কি এমন ভাবো ?
হে নুরজাহান বেগম অসংখ্য নামে

কেমন আছে সঁপে দেয়া মাতাল হাওয়া
রাত নদী দিলে এক বোল টুকরো গন্ধ