মাঝ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না
প্রকাশ : 2024-01-20 13:53:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কুয়েত থেকে ঢাকার পথে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের এক যাত্রী মারা গেছেন।মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করলেও তাকে বাঁচানো যায়নি বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান।
মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।তিনি বলেন, “ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল। এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। কিন্তু অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।“আমরা এখন তাকে নিজ খরচে দেশে আনার প্রস্তুতি নিচ্ছি। নাম-পরিচয় পরে জানানো হবে।”
ই