মহাস্থান মাজার জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশ : 2024-06-27 19:24:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বৃহস্পতিবার বাদযোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বিএনপির নেতা সাহাদত জ্জামান, আব্দুল আলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছোসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা আমিনুল ইসলাম পিন্টু, রঞ্জু মিয়া, রফিকুল ইসলাম, মাহফুজার রহমান, আরমান ইসলাম রিপন, জাহিদুল ইসলাম, ইউসুফ আলী, সাংবাদিক শমশের নূর খোকন, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।